নির্বাচনে অনিয়মের কারণে এএসপি-ওসি প্রত্যাহার

উপজেলা নির্বাচনে নিজেদের দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ) ও ওসিকে। এ দুজন হলেন
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ) শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন।

এ ছাড়াও কারচুপি ও অনিয়মের অভিযোগে কটিয়াদী উপজেলা ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ রোববার, ২৪ মার্চ বেলা ১১টার দিকে জেলার পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ভোটগ্রহণ শুরুর আগেই ব্যালটে সীল দেয়া হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৮৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন তিনি।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘রাতেই কিছু দুষ্কৃতিকারী ভয়ভীতি দেখিয়ে ব্যালট পেপারে সিল দিয়ে রেখে দিয়েছে। এ পরিস্থিতিতে উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।’

এ ঘটনার কারনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে।

এমবি/রাতদিন