নীলফামারীতে আবাহনীকে উড়িয়ে বসুন্ধরার দাপুটে জয়

মেজবাহুল হিমেল, নীলফামারী থেকে ফিরে :

উত্তরের জেলা নীলফামারীতে বসুন্ধরা কিংস দাপুটে জয় পেয়েছে। দেশের ঘরোয়া ফুটবলের সব থেকে বড় এ আসরে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবহনীকে ৩-০ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস।

পুূরো খেলাজুড়ে ছিলো বসুন্ধরা কিংসের দখল । খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ (বিপিএল) বুধবার, ২৩ জানুয়ারি নীলফামারীতে শুরু হয়।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের সামনে লম্বা লাইনে টিকিট নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে দর্শকরা। ছিল সব বসয়ী মানুষের ভিড়।

ছবি : রাতদিন.নিউজ

বিকাল ৩টা ১০ মিনিটে খেলার উদ্ধোধন করেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহাসান রাসেল এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

নিজেদের হোম ভেন্যুতে খেলার শুরু থেকেই আক্রমণাত্বক হয়ে ওঠে স্বাগতিক বসুন্ধরা কিংস। শুরুতেই বেশ কয়েকটি আক্রমন চালায় তারা। এরপর কিছুটা ফর্মে আসার চেষ্টা আবাহনীর। ১২ মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের বিরুদ্ধে রুবেলের প্রথম আক্রমন।

৪১ মিনিটের সময় ডি-বক্সের ভিতরে বসুন্ধরার জনির হ্যান্ডবলের সুবাধে পেনাল্টির সুযোগ পেয়েও মিস করে আবাহনীর স্ট্রাইকার নাইজেরিয়ান সানডে।

৪৭ মিনিটের মাথায় ফাউল পেয়ে নাসির উদ্দিনের লম্বা সটে প্রথম গোলের দেখা পায় বসুন্ধরা কিংস।

ছবি : রাতদিন.নিউজ

এরপর ৬০ ও ৭০ মিনিটের মাথায় আরো দুইটি গোল দেয় বসুন্ধরা কিংসের মতিন ও ড্যানিওেয়ল ।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এমন আয়োজনে উচ্ছসিত দর্শকরাও

হোম ভেন্যু হিসেবে নীলফামারীতে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী ছাড়াও মুখোমুখি হবে আরও ৬টি ক্লাবের সঙ্গে।

এইচএ/২৩.০১.১৯