নীলফামারীর সৈয়দপুরে এক আত্মীয়কে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে নামার সময় পা পিছলে ট্রেনে কাটা পড়ে মোবারক হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন খুলনার খালিশপুর থানার আলমনগর গ্রামের মৃত নিছার মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুর রহমান জানান, নিহত মোবারক হোসেনের শ্বশুরবাড়ি সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ায়। তিনি এক আত্মীয়কে নীলসাগর ট্রেনে তুলে দিতে যান। এ সময় ট্রেন ছেড়ে দিলে মোবারক দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
এনএ/রাতদিন