নীলফামারীতে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার ৭

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের মামলায় নীলফামারীরডিমলায় সাত আসামিকে আজ মঙ্গলবার, ২ জুলাই গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের খালিশা চাপানী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে মো. একরামুল হক (৭৮), ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মৃত সাহাদত উল্লাহ্র ছেলে মো. আব্দুস ছাত্তার (৭৯), বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল খালেক (৭১)।

গয়াবাড়ি ইউনিয়নের গয়াবাড়ি গ্রামের বক্তার উদ্দিনের ছেলে মো. মোকলেছার রহমান খোকা (৭৬), একই ইউনিয়নের গয়াবাড়ি উকিলপাড়া গ্রামের মৃত কছিমউদ্দিনের ছেলে মো. শহীদুল্লাহ্ সরকার (৭০)।

গয়াবাড়ি গ্রামের মৃত নফিরউদ্দিন ফেসু মুন্সীর ছেলে মো. নুরুল হক (৬৫) (বর্তমান ঠিকানা. ডিমলা সদরের বাবুরহাট গ্রাম) এবং খগাখড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খগাখড়িবাড়ী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে মো. শাহাদৎ হোসেন (৬৮)।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয় । আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় ডিমলা থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪/১৯ মামলার আসামী।’

 আজ মঙ্গলবার, ২ জুলাই তাদেরকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

এইচএ/রাতদিন