পঞ্চগড়ে পর্যটন নিয়ে কর্মশালা

পঞ্চগড়ে পর্যটন বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩০ জানুয়ারি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় পঞ্চগড় জেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে। এতে সরকারি-বেরসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে পঞ্চগড় জেলায় পর্যটনের সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। পরে অংশগ্রহণকারীরা পঞ্চগড়ের পর্যটন খাতকে এগিয়ে নিতে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রিয়সিন্ধু তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম।

কর্মশালার আলোকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের মাধ্যমে পঞ্চগড়ের পর্যটনকে ঘিরে সম্ভাবনাময়ী ও পর্যটকবান্ধব পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

এইচএ/৩০.০১.১৯