পঞ্চগড়ে প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়ে দেয়ার মামলায় ৮জামায়াত নেতা কারাগারে

আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়িয়ে দেয়ার মামলায় বোদা উপজেলার সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফিসহ ৮ জামায়াত নেতাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদেরকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অপর ২০ আসামিকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত বাকি সাতজন হলেন- সবুজ মোল্লা, বাবুল মুন্সি, সাইদুর রহমান, সুলতান, হায়দার আলী মাস্টার, জয়নুল মুন্সী, রাজিউল ইসলাম প্রধান। এদের মধ্যে রাজিউল ইসলাম প্রধান পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় মোট ২৮ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে বৃহস্পতিবার আদালত ৮ জনকে সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুলতানে আলম। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজু ইসলাম।

এন এ/রাতদিন