পঞ্চগড়ে সাপ ধরতে গিয়ে প্রাণ গেল সাপুড়ের

পঞ্চগড়ের বোদা উপজেলার পানিডুবি এলাকায় সাপ ধরার সময় সাপের কামড়ে শামীম ওরফে কাল্টু (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

আজ রোববার,  ৩০ আগস্ট দুপুরে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত শামীম ওরফে কাল্টু জেলা সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের খাকুড়ুপাড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে । তিনি পেশায় একজন সাপুড়ে ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার দুপুরে সাপুড়ে শামীম বোদা উপজেলার পানিডুবি বানিয়াপাড়া এলাকার শফিকুল ইসলাম নামের এক বাড়ির কৃষকের গোয়াল ঘরে সাপ আসার খবর পেয়ে ওই এলাকায় সাপ ধরতে যায়। গোয়াল ঘরের গর্তে সাপ ধরার সময় সাপের কামড়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷

বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান সাপের কামড়ে শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবি/রাতদিন