পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতাসহ নিহত ২

পঞ্চগড়ে সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় আওয়ামী লীগের নেতাসহ দুজন নিহত হয়েছেন। জেলার দেবীগঞ্জ শহরে ও বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার, ৮ অক্টোবর রাতে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে ও বিকালে বোদা উপজেলার বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আবদুল আজিজ শাহ সাগরদিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের ফুলবাড়ি এলাকার বাসিন্দা এবং নছির উদ্দিন বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নের পামেরপাড়া এলাকার বাসিন্দা।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার ও বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া জানান, রাত ৮টার দিকে দেবীগঞ্জ শহরের বিজয় চত্বরে মোটরসাইকেল নিয়ে পঞ্চগড়-নীলফামারী সড়ক পার হচ্ছিলেন আবদুল আজিজ শাহ।

এ সময় নীলফামারী থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও ট্রাকচালক আমিনুর রহমানকে আটক করা হয়েছে।

এদিকে বিকালে বোদা উপজেলার পামেরপাড়া এলাকার নছির উদ্দিন বাড়ির পাশে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।

এনএইচ/রাতদিন