পলাতক করোনা রোগী ধরতে পুলিশের ৪ ঘন্টার অভিযান!

চার ঘণ্টা ধরে অভিযান চালিয়ে এক করোনা রোগীকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে ঢাকার নবাবগঞ্জ থেকে পালিয়ে যান তিনি।

জানা গেছে, খোকন সরকার (৪০) নামের ওই ব্যক্তি নবাবগঞ্জের শোল্লা এলাকার বাসিন্দা। গত ২৬ এপ্রিল, রবিবার জ্বর-গলাব্যথা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান তিনি। তার নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন খোকন।

তার চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু সুযোগ বুঝে হাসপাতাল থেকে চম্পট দেন খোকন সরকার। পালিয়ে আশ্রয় নেন কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায়। পরে তাকে গতকাল সোমবার, ২৭ এপ্রিল রাতে সেখান থেকে আটক করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার রাতে রোহিতপুর থেকে খোকন সরকারকে আটক করে পুলিশ। রাতেই তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন