অক্সিজেনের অভাবে পাকিস্তানে সাত করোনা রোগীর মৃত্যু হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান সময়মত অক্সিজেন সরবরাহ করতে না পারায় মৃত্যুর এ ঘটনা ঘটে।
শনিবার, ৬ ডিসেম্বর রাতে দেশটির উত্তর-পশ্চিমের শহর পেশোয়ারের একটি হাসপাতালে এসব রোগী মারা যান।
খাইবার টিচিং হাসপাতালের মুখপাত্র ফারহাদ খান জানিয়েছেন, শনিবার রাতে ওই সাত রোগীকে দেয়া অক্সিজেন শেষ হয়ে যায়। সরবরাহ করা প্রতিষ্ঠান সেসময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে ব্যর্থ হয়।
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর পেশোয়ারে অক্সিজেন সিলিন্ডার আসে ১৯০ কিলোমিটার দূরের শহর রাওয়ালপিন্ডি থেকে। অজ্ঞাত কারনে এসব সিলিন্ডিার হাসপাতালে পৌছাতে বিলম্ব হয়।
তাদের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর ঝাগরা। দ্রুত তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
পাকিস্তানে সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৫৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে দেশটিতে ৮ হাজার তিনশ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত ৬০ লাখ ছাড়িয়েছে, যা পাকিস্তানের মোট জনসংখ্যার ২ দশমিক ৬ ভাগ।