পাকিস্তানে শুধু ‘গর্ত করে’ ফিরে এসেছে ভারতীয় বিমান!

পাহাড়ি এলাকা বালাকোট নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত। সিন্ধু সভ্যতার চারটি প্রাচীন অঞ্চলের মধ্যে বালাকোট অন্যতম।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মনশেরা জেলায় অবস্থান বালাকোটের। রাজধানী ইসলামাবাদ থেকে এর দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার।

২০০৫ সালের ভূমিকম্পে বালাকোট সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছিল।

এই বালাকোটেই মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ভারতীয় বিমান জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করছে ভারত। হামলায় প্রায় ৩০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে দেশটির সংমাধ্যমগুলো খবর দিয়েছে।

তবে পাকিস্তান বলছে, বালাকোটের যেখানে হামলা চালানো হয়েছে সেখানে ওই জঙ্গি গোষ্ঠীর কোনো ঘাটি নেই। আর এ হামলায় মাত্র এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।

সেই বালাকোট এলাকার কয়েকজন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে বিবিসি।

বালাকোটের জাবা টপের বাসিন্দা মুহম্মদ আদিল বিবিসিকে বলেছেন, ‘ভোর তিনটার দিকে হঠাৎই প্রচণ্ড শব্দ হতে থাকে। মনে হয় যেন ভূমিকম্প হচ্ছে। কিছুক্ষণ পরে জানতে পারি বোমা পড়েছে।”

একসঙ্গে পাঁচটা বিস্ফোরণ হয়েছে, কিছুক্ষণ পরে অবশ্য আর কোনো শব্দ পাওয়া যায়নি বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন আদিল।

ওই ব্যক্তি বিবিসিকে বলেন, ‘সকালে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে বড় বড় গর্ত হয়েছে। কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ব্যক্তিকে আহত অবস্থায় দেখেছি।’

আরেক বাসিন্দা ওয়াজিদ শাহ জানান, ‘আওয়াজ শুনে মনে হচ্ছিল যেন অনেকগুলো রাইফেল থেকে একসঙ্গে ফায়ার করা হচ্ছে। কিছুক্ষণ পরে আর শব্দ পাইনি।’