পাটগ্রামের ১২৩ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১২৩ টি পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে এগুলো দেয়া হয়। প্রতিটি ঘরেই সেমি পাকা করা।

শনিবার, ২৩ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কার্যক্রমের অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টায় উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ঘর উপহার সনদ ও জমির কবুলিয়াত দলিল প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন স্থানীয়  সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, ইউএনও কামরুন নাহার, ও পৌর মেয়র শমসের আলী।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা।

এছাড়া সাব রেজিস্ট্রার রতন অধিকারীসহ জোংড়া, বাউরা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

আরআই/রাতদিন

মতামত দিন