পাটগ্রামে অপহৃত কিশোরী চট্রগ্রামে উদ্ধার, অপহরণকারী আটক

লালমনিরহাটের পাটগ্রাম ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার, ১ জুন পাটগ্রাম থানা পুলিশের তৎপরতায় চট্রগ্রাম বন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর গতকাল তাকে পাটগ্রাম থানায় নিয়ে আসে পুলিশ।

পাটগ্রাম থানা পুলিশ জানিয়েছে, অপহৃত কিশোরীর পিতা আনোয়ার হোসেন ৩ জনকে আসামী করে গত ৩১ মে থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। মামলার সূত্র ধরে পাটগ্রাম থানা পুলিশ কিশোরীকে উদ্ধারের প্রচেষ্টা চালান।

মামলার মূল আসামী পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের  ঠ্যাংঝাড়া গ্রামের হামির উদ্দিনের ছেলে আল আমিন (২৪) । সে ফুসঁলিয়ে কিশোরী মেয়েটিকে ঢাকা হয়ে চট্রগ্রামে নিয়ে যায়।

গত ১ জুন চট্রগ্রাম বন্দর থানা পুলিশের সহায়তায় অপহরণকারী আল আমিনকে আটক করে পুলিশ। এরপর ২ জুন উদ্ধারকৃত কিশোরী ও আসামীকে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আলী সরকার বলেন, ‘অপহরণকারী আল আমিন ও কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

সোমবার, ০৩ জুন উদ্ধারকৃত কিশোরী মেয়েটিকে লালমনিরহাট  সদর হাসপাতালে স্বাস্থ্য এবং অন্যান্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শারীরিক পরীক্ষার তথ্যসহ লালমনিরহাট আদালতে সোর্পদ করা হবে। আদালতের মাধ্যমে মেয়েটিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে।’

এনএইচ/রাতদিন