পাটগ্রামে আগুনে পুড়লো সাংবাদিকের বাড়ি, ভস্মীভূত আরও দুই

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ইফতেখার আহম্মেদ ও তার দুই ভাইয়ের বাড়ি ভস্মীভূত হয়েছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবার, ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে পাটগ্রাম পৌরসভার রেলস্টেশন পাড়ার অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ সাংবাদিক ইফতেখার আহমেদ পাটগ্রাম স্টেশন পাড়া এলাকার বাসিন্দা। তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও হাতিবান্ধা মহিলা কলেজের প্রভাষক।

স্থানীয়রা জানান, রাতের প্রথমার্ধে হঠাৎ সাংবাদিক ইফতেখার আহমেদের রান্না ঘরে আগুন লাগে। মুহুর্তে এ আগুন তার দুই ভাই তফরেজ ও মৃত আমিনুলের বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ঘন্টা খানেক চেষ্টার পরে আগুন নিভাতে সক্ষম হন। এরই মধ্যে তাদের তিন ভাইয়ের ১০টি ঘর, আসবাবপত্র, ধান চালসহ নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে তাদের তিন ভাইয়ের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা ফায়ার সার্ভিস ও পুলিশের কাছে দাবি করেছেন।

আগুনের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত গতে না পারলেও রান্না ঘরের চুলার আগুন থেকে এর সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন্ত কুমার মোহন্ত অগ্নিকান্ডের এ তথ্য নিশ্চিত করেছেন।