পাটগ্রামে ইয়াবা সেবনের দায়ে ৩ ছাত্র নেতা জেল হাজতে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ তিন ছাত্র নেতাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।

শনিবার, ৭নভেম্বর দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩ নভেম্বর মধ্যেরাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের জিরো পয়েন্টের খোলা মাঠ থেকে তাদের আটক করে।  পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

তারা হলেন, মাহবুব কামাল মুন্না, রবিউল আলম পাভেল ও মিজানুর রহমান মানিক। এরা সকলেই ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট বলে একটি সুত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানান, উপজেলার বুড়িমারী জিরো পয়েন্টের উফারপাড়া নামক স্থানে মাদক সেবন হচ্ছে- এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে।  পরে ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করে আটক করা হয়। ওইদিন দুপুরে মাদকদ্রব্য আইনে লালমনিরহাট জেলা প্রেরণ করা হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর বলেন, স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এর দায় ছাত্রলীগ কিংবা তরুণ লীগ নেবে না।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, ইয়াবা সেবনের সময় তাদের হাতেনাতে আটক হয়েছে। তবে তারা ছাত্রলীগসংশ্লিষ্ট কিনা সেটি আমাদের জানা নেই।