পাটগ্রামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা

লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৭মার্চ দুপুরে পাটগ্রাম মহিলা কলেজে মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে চলো কথা বলি’ শ্লোগানে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রধান উপদেষ্টা ও হাতীবান্ধা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগের উদ্যোগেই মূলত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান নিলু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, আয়োজক মাহমুদুল হাসান সোহাগ, পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু|

আরও বক্তব্য দেন পাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম সুইট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ জুয়েল, বড়খাতা কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাক রন্জু,পাটগ্রাম উপজেলা সম্মিলিত সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক আরাফাত সুলতান কার্নিজ প্রমূখ।

পরে প্রতিযোগিতা শেষে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের পুরুষ্কার প্রদান করেন ।