পাটগ্রামে কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ১৭, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়  নতুন করে তিনজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা রয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৭ জনে।

মঙ্গলবার, ২৩ জুন রাতে বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: কে এম  তানজির আলম।  

আক্রান্ত ১৭ জনের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। অন্যদিকে  সুস্থ  হয়েছেন ৫ জন । হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

তিনি জানান, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১২ জনের । এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ২১২ জনের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন  করোনায় আক্রান্ত তিন জনের রয়েছেন সোনালী ব্যাংক বুড়িমারী শাখার এক অফিসার অন্য দুজনের একজন বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার বাসিন্দা অপরজন জোংড়া ইউনিয়নের।

 এছাড়াও গত সোমবার, ২২জুন সোনালী ব্যাংক পাটগ্রাম শাখার দুই কর্মচারী করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে এক জনের বাড়ি জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড় এলাকায় ।  অন্যজনের বাড়ি পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট  এলাকায়।

এর আগেরদিন গত রবিবার  (২১জুন) পাটগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন  ৫ জন । এদের মধ্যে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার একজন, সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার প্রিন্সিপাল অফিসারসহ জোংড়া ইউনিয়নে দুজন , কুচলিবাড়ি  ইউনিয়নে একজন ও বুড়িমারী ইউনিয়নে একজন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: অরুপ পাল জানান, করোনায় আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সার্বক্ষণিক তাদের খোজ-খবর নেয়া হচ্ছে।

জেএম/রাতদিন