পাটগ্রামে চালের আড়তে জরিমানা

লালমনিরহাটের পাটগ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মনিটরিং ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে এক ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার, ১৯ মার্চ সন্ধ্যায় পূর্ব বাজারের ‘পাটগ্রাম চাউল ঘরের’ মালিক মো. ওসমান গণির এ জরিমানা করা হয়েছে ।

পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী হাকিম দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের অজুহাতে উপজেলার দোকানদারা বিভিন্ন বাজারে চালের দাম বেশি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রামমাণ আদালত। এ সময় পাটগ্রাম পূর্ব বাজারের চাল ব্যবসায়ী মো. ওসমান গণির চালের আড়তে পাটের বদলে প্লাস্টিকের বস্তা, মূল্যতালিকা না টাঙানো ও চাল বিক্রির ভাউচার সংরক্ষণ না করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রামের সহকারী কমিশনার ( ভূমি) দীপক কুমার দেব শর্মার বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্য মনিটরিং অব্যাহত থাকবে।’

এবি/রাতদিন