পাটগ্রামে ‘ছিটমহলের’ সরকারি রাস্তা বন্ধ, চলাচলে দুর্ভোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার একটি বিলুপ্ত ভারতীয় ছিটমহলের একটি সরকারি রাস্তা আটকানোর অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। রাস্তাটির মাঝখানে গাছের চারা ও বাঁশের কঞ্চি লাগিয়ে বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া গ্রামবাসীদের চলাচলে বাধার সৃষ্টি করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ৪০ পরিবার।

শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে (বিলুপ্ত ১৬ নম্বর ভোটবাড়ী ছিটমহল) এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে ভোটবাড়ী ছিটমহলের বাসিন্দারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, ওই রাস্তাটি কয়েক যুগ ধরে ব্যবহার করে আসছে স্থানীয়রা। পরবর্তিতে প্রাক জরিপ ও চুড়ান্ত জরিপেও সেটি সরকারি রাস্তা হিসেবে স্বীকৃতি পায়। রাস্তাটি ব্যবহার করে স্থানীয়রা কৃষি পণ্য পরিবহণ, শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াতসহ নানা কাজে ব্যবহার করে পথচারিরা।

তবে মাস দুয়েব আগে স্থানীয় জয়নাল আবেদীন রাস্তাটিতে কঞ্চি ও গাছের চার লাগিয়ে দেয়। এতে জনসাধারণের যাতায়াত বন্ধ হয়ে পড়ে।

স্থাণীয় বাসিন্দা জোবার উদ্দিন বলেন, ‘রাস্তাটি বন্ধ হওয়ার পর থেকে আমরা চরম দুর্ভোগে পড়েছি তাই সেটি দ্রুত খুলে দিতে ইউএনও’র কাছে আবেদন করা হয়েছে।’

অভিযুক্ত জয়নাল আবেদীনের ছেলে হিমেল মিয়া রাস্তাটি নিজের পৈত্রিক দাবি করে বলেন, ‘জোবার উদ্দিন বিভিন্ন লোকজনের সই সংগ্রহ করে ইউএনও’র কাছে মিথ্যা অভিযোগ করেছেন।’

ইউএনও আব্দুল করিম বলেন, ‘অভিযোগ তদন্ত করে দেখা গেছে রাস্তাটি সরকারি মালিকানাধীন। তাই জয়নাল আবেদীনকে রাস্তাটি ছেড়ে দিতে বলা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

এবি/রাতদিন