পাটগ্রামে জিতলেন নৌকার সুইট, বললেন ‘কথা রাখবেন’

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রাশেদুল ইসলাম সুইট বেসরকারি ফলাফলে বিজয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি নগর উন্নয়নে দেয়া প্রতিশ্রুতি পুরনে কাজ করবেন বলে জানিয়েছেন।

রবিবার, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  রিটার্নিং কর্মকর্তা  কামরুন নাহার উপজেলা কন্ট্রোল রুম থেকে পৌরসভা ভোটের এ ফলাফল ঘোষণা করেন।

প্রাপ্ত ফলাফলে রাশেদুল ইসলাম সুইট পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট। উপজেলা যুবলীগের সভাপতি সুইট নৌকা প্রতীক নিয়ে ভোটে অংশ নেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ২২১ ভোট।

এছাড়াও মেয়র পদে পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) বিদ্রোহী প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন  ১ হাজার ৬০৫ ভোট এবং  ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত  প্রার্থী মো. সুমন মিয়া হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৫০ ভোট।

প্রসংগত, পাটগ্রাম পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়। সকাল ৮ টায়  শুরু হয়ে বিকেল ৪ টা পযন্ত বিরতিহীন ভোটগ্রহন করা হয়।

জেএম/রাতদিন

মতামত দিন