পাটগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৮-এ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮-এ পৌছালো। সর্বশেষ ঢাকায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাওয়া সিয়াম সিদ্দিক (১৭) বাড়ী ফিরে অসুস্থ বোধ করলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে সে পাটগ্রাম মেডিক্যালে  চিকিৎসাধীন রয়েছে।

আজ বুধবার, ৭ আগষ্ট পাটগ্রাম মেডিক্যালে পরিক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে।

সিয়াম পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ কোটতলী এলাকার রশিদুল হক ও উপজেলার বুড়িমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী মমতাজ বেগম মৌসুমির ছেলে।

এর আগে উপজেলার জোংড়া ইসলামনগর এলাকার তবিবর রহমানের ছেলে লাভলু হোসেন (১৯) ও কুচলিবাড়ী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে সামিউল ইসলাম (২২) বর্তমানে রংপুরে চিকিৎসাধীন আছেন। এ দুজন ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করতো। সেখানেই অসুস্থ হন তারা।

পাটগ্রাম মেডিক্যাল সূত্রে জানা যায়, পাটগ্রাম ইউনিয়নে শিমু আক্তার (৩০) কে গতকাল রংপুর মেডিক্যাল  কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। জোংড়া এলাকার লাভলু হোসেন এখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ দিন আগে তাকেও রংপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।

এছাড়াও উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামের  বাসিন্দা জামিনুর রহমান ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হলে প্রথমে স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এর পর রংপুর কমিউনিটি হাসপাতালে (ডক্টস) চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।

পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসনাত ইউসুফ জাকি বলেন , ‘আমাদের এখানে বর্তমানে সিয়াম সিদ্দিক নামের একজন রোগি চিকিৎসাধী রয়েছে। আমাদের এখানে যত ডেঙ্গু রোগি এসেছে তারা প্রত্যেকে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে । স্থানীয় ভাবে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি।

তিনি আরও জানান, ‘এক সপ্তাহ আগে  আমরা খোঁজ নিয়ে জেনেছি দহগ্রাম ইউনিয়নের  মেহেদি হাসান ও জোংড়া ইউনিয়নের আনিছুর রহমান ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সরাসরি রংপুরে চিকিৎসা নিয়েছে।’