পাটগ্রামে নারী ধর্ষণ- নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রামে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে এই সমারেশ থেকে নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান হয়।

শনিবার, ১৭ অক্টোবর সকাল ১০ টায় পাটগ্রাম পৌর কমিউনিটি সেন্টারসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্ল্যেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক , শিক্ষার্থী , এনজিও কর্মী , মসজিদের ঈমামসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, পাটগ্রাম উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা আক্তার, পাটগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবরিনা লাকী প্রমূখ।

এমএস/রাতদিন