পাটগ্রামে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া সেই কলেজ ছাত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ

গত চারদিন থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া সেই কলেজ পড়ুয়া মেয়েটিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার, ২৩ সেপ্টেম্বর ভোরে পাটগ্রাম থানা পুলিশ তাকে আদালতে পাঠায়। বিয়ের দাবীতে গত শুক্রবার সকাল থেকে সে ওই বাড়ীতে অবস্থান করছিলো।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার ওই কলেজ পড়ুয়া মেয়ে বিয়ের দাবীতে গত শুক্রবার সকালে একই উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা এলাকার আবুল হোসেনের বাড়িতে অবস্থান নেন।

মেয়েটি বাড়িতে অবস্থান নেয়ার পর পরই তার প্রেমিক ছুটিতে আসা ৫৯ বেঙ্গল মাঝিরাবাদ, বগুড়ায় কর্মরত সেনা সদস্য মাহামুদুল হাসান লিটুসহ তার বাবা-মা ঘরে তালা দিয়ে বাড়ী ছেড়ে চলে যান। মেয়েটির দাবী ফেসবুকে ও মোবাইল ফোনে ওই সৈনিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিভিন্ন স্থানে দেখা ও মেলামেশা হয়।

মেয়েটির ভাই রেজাউল ইসলাম জানায়, বোনকে আগে জামিন নেয়ার ব্যবস্থা করব। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত জানান, ছেলের চাচা রফিকুল ইসলাম ফৌজদারী কার্যবিধির ১০০ ধারায় লালমনিরহাট নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। আদালতের নির্দেশ পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এনএইচ/রাতদিন