পাটগ্রামে মাছ রক্ষায় কঠোর প্রশাসন, পোড়ানো হলো ৫হাজার মিটার কারেন্ট জাল

লালমনিরহাটে পাটগ্রামে বিভিন্ন প্লাবন ভূমি ও নদীতে মাছ ধরার অভিযোগে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত হোকশ জাল (সেট ব্যাগ নেট) ও কারেন্ট জাল দিয়ে এসব এলাকায় অবৈধভাবে মাছ ধরা হতো।

বুধবার, ১৭ জুন ও মঙ্গলবার এই দুই দিনব্যাপি পাটগ্রাম উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করা হয়।

জগতবেড় ইউনিয়নের বিভিন্ন প্লাবন ভূমি ও নদী থেকে এ সব অবৈধ জাল জব্দে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো: মশিউর রহমান।

পাটগ্রামে কারেন্ট জাল জব্দ
জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল। ছবি: রাতদিন

আজ বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ প্রাঙ্গণে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো: আসাদুল্লার উপস্থিতিতে জব্দকৃত এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

পাটগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার কারনে তিনটি হোকশ জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জেএম/রাতদিন