পাটগ্রামে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান শুরু, চলবে সমূলে উৎপাটন পর্যন্ত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্সে’র অভিযান শুরু হয়েছে। মাদক সমূলে নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

বৃহস্পতিবার, ১২ মার্চ বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রথম দিনের অভিযান পরিচালিত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানের নেতৃত্বে এদিন পাটগ্রাম , বাউরা , দহগ্রাম ও বুড়িমারী ইউনিয়নে মাদক বিরোধী টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।

এ অভিযানে উপজেলার বুড়িমারী ইউনিয়ন থেকে ১০৫ পিচ ইয়াবা ও ২ কেজি গাজা উদ্ধার করে টাস্ক ফোর্স।

অভিযানে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি: রাতদিন

অভিযানে নেতৃত্বদানকারী পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সামাজিক অবক্ষয়ের প্রধানতম মাধ্যম মাদক। একে সমূলে উৎপাটনে টাস্কফোর্স গঠন করা হয়েছে। যতদিন এটি নির্মূল না হয় ততদিন টাস্কফোর্সের অভিযান অব্যহতভাবে চলতে থাকবে ।

এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ওসি তদন্ত মো. মোজাম্মেল হক, ৫১ বিজিবি ব্যাটালিয়নের ঠ্যাংঝাড়া কম্পানি সদরের কমান্ডার সুবেদার শাহেদ আলী, কুচলিবাড়ি ক্যাম্পের সুবেদার মো. তারাজুল ইসলাম , পানবাড়ি ক্যাম্পের সুবেদার মো. খাইরুল ইসলামসহ ৫৪ জন বিজিবি সদস্য।

লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. গোলাম রব্বানীও এসময় উপস্থিত ছিলেন।