দূর্গাপূজায় পাটগ্রামের ২৮ মন্দির পেল অর্থসহায়তা, সচেতনতায় মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ২৮ টি মন্দির সংশ্লিষ্ট প্রতিনিধি ও সাধারণ মানুষদের মাঝে মাক্স বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৮ টি মন্দিরে সরকারি অনুদান হিসেবে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার ২১ অক্টোবর, কেন্দ্রীয় পাটেশ্বরী মন্দির অঙ্গনে মাস্ক বিতরন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু রনজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পাটেশ্বরী মন্দিরের সম্পাদক অনুপ কুমার রায় লিটন প্রমূখ।

এর আগে গত মঙ্গলবার ২০ অক্টোবর, পাটগ্রাম উপজেলার বিভিন্ন মন্দির সমূহে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ও তাঁর পুত্র হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ অর্থ সহায়তা করেন।

এছাড়াও পাটগ্রাম উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিস্টান ছাত্র – যুব ঐক্য পরিষদের অর্থায়নে মন্ডপে আগত দর্শনার্থীদের হাত ধোয়ার জন্য পানি রাখার ড্রাম ও সাবান বিতরণ করা হয়।

এমএস/রাতদিন