পাটগ্রামে বাল্যবিয়ে করে বর ধরা

লালমনিরহাটের পাটগ্রামে বাল্যবিয়ে করে বিয়ের আসরেই ধরা খেলেন বর শাকিল (২১)। অপ্রাপ্তবয়স্ক কনেকে বিয়ে করায় তাকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সে উপজেলার জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগতবেড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার, ২৭ এপ্রিল রাতে এ ঘটনা ঘটে।

পাটগ্রামের ইউএনও ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল করিম জানান, শুক্রবার রাতে বরযাত্রী নিয়ে শাকিল যায় একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬৫ খেংটিবাড়ি এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে বিয়ে করতে।

এমন খবরে ওই বাড়িতে গেলে আমন্ত্রিত অতিথিসহ বরযাত্রী ও কনের বাড়ির লোকজন পালিয়ে যায়। তবে সেখান থেকে বর শাকিলকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

শাকিলের সাথে ১৫ বছর বয়সী কনের বিয়ে হয়েছে জানিয়ে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত জানান, আজ শনিবার দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।

এইচএ/রাতদিন