পাটগ্রাম সীমান্তের ওপারে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক জাহিদুল ইসলামের (২২) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তিনদিন পর  আজ শুক্রবার, ১৮ ডিসেম্বর দুপুরে নিহতের বাবার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিদুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের  দুলাল হোসেনের ছেলে।

এর আগে গত বুধবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ওপারে ভারতের রতনপুর গ্রামে বিএসএফের গুলিতে প্রাণ হারান জাহিদুল।

সীমান্ত  ও বিজিবি সূত্র জানা গেছে, গত বুধবার ভোরে শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলারের  ৫ নম্বর উপ-পিলারের নিকট দিয়ে বাংলাদেশি একটি গরু পারাপারকারীর (রাখাল) দলের কয়েকজন সদস্য  ভারতের  ওপারের কোচবিহারের সীমান্তের রতনপুর ও কৌশিক  গ্রামের  ভারতীয় গরু ব্যবসায়ীর নিকট গরু আনতে যায়। গরু নিয়ে   ওই সীমান্ত দিয়ে  ফেরত আসার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে আসলেও জাহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ ঘটনাস্থল থেকে জাহিদুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এইচএ/রাতদিন