পাটগ্রাম সীমান্তে আবারও বিএসএফ’র বুলেট, বিদ্ধ ১

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের ছোঁড়া রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন। সীমান্তে গরু পাচারকারীদের লক্ষ্য করে গুলি করলে আহত হন তিনি।

আজ রোববার, ৩০ অক্টোবর ভোরে উপজেলার বেলেরবাড়ী গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম রইচ উদ্দিন। আনুমানিক ৪০ বছর বয়সী রইচ উদ্দিন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বেলেরবাড়ী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

বিজিবি সুত্রে জানা গেছে, রোববার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার ও ২ এবং ৩ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় সীমান্ত হতে গরু আনতে যায় বাংলাদেশি গরু পারাপারকারী ৫-৬ জনের একটি দল।

এ সময় ভারতীয় সীমান্তে টহল দলের বিএসএফ সদস্যরা গরু পারাপারকারীদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এতে রইচ উদ্দিন ডান পায়ে বুলেটবিদ্ধ হয়।

আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজমুল হক বুলেটবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আমাদের পক্ষ থেকে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হবে।