পাটগ্রাম সীমান্তে গরু পারাপারের সময় বিএসএফের গুলি, বাংলাদেশি আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওমর ফারুক (৩০) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি দহগ্রাম ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।গতকাল বৃহস্পতিবার, ২০ আগস্ট রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ওমর ফারুকসহ প্রায় আটজনের একটি বাংলাদেশির দল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ওই দেশ থেকে গরু আনার জন্য চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অন্যন্যারা পালিয়ে গেলেও ওমর ফারুক গুরুতর আহত হয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুরে পাঠায়।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কম্পানী কমান্ডার সুবেদার খাইরুল ইসলাম বলেন, ‘আহত ব্যক্তির সাথে কথা না বলা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না’।

এইচএ/রাতদিন