পাটগ্রাম সীমান্তে শ্যামা পূজায় একাকার দুই বাংলার মানুষ

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে নবীনগর ডাঙ্গাটারী সীমান্তে হিন্দু ধর্মালম্বীদের শ্যামা পূজা (কালি পূজা) উপলক্ষে বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের মানুষেরা একে অপরের সাথে সাক্ষাৎ করেন।

সোমবার, ২৮ অক্টোবর সকাল ১০ টা থেকে দুই দেশের লোকজন বাউরা ইউনিয়নের নবীনগর ডাঙ্গাটারী সীমান্তে ও অপর পাশে ভারতীয় কুচলিবাড়ী সীমান্তে কাটা তাঁরের বেঁড়ার দু- পাশে দাড়িয়ে তাঁদের আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করেন।

তাঁরা দীর্ঘ দিন পর তাদের আত্মীয় স্বজনদের দেখতে পেয়ে কুশল বিনিময় করেন। এ সময় তাঁরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন । বাংলাদেশ থেকে দেখতে আসা লোকজনদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রসাদ (খচুরী) বিতরণ করেন।

বাউরা ইউনিয়নের শ্রী. খোকা বাবু (৮৫) বলেন, মেয়ের বিয়ে দিয়েছি ভারতের শিলিগুড়িতে। প্রতি বছর কালী পূজায় সীমান্তে গিয়ে মেয়ের সাথে দেখা করি। কালী পূজা উপলক্ষে দুই দেশের মানুষের এ ভাবে সাক্ষাৎ করতে পারায় আমরা খুবই খুশি।

বাউরা ই্উনিয়নের নবীনগর গ্রামের শ্রীমতি লক্ষী বালা (৬৫) বলেন, ভারতের ধাপরায় থাকে ভাতিজি । পাসপোর্ট না থাকায় ভারত যেতে পারি না। কালি পূজা উপলক্ষে সীমান্তে গিয়ে দেখা করার সুযোগ হওয়ায় প্রায় পাঁচ বছর পর ভাতিজর সাথে সীমান্তে দেখা করেছি।

এনএইচ/রাতদিন