পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় নারীর গর্ভপাত, স্বামী-সন্তান আহত

দিনাজপুরের পার্বতীপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় এক নারীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও আরেক সন্তান হয়েছে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সাত জনের নামে মামলা হয়েছে।

গত শুক্রবার, ১৬ এপ্রিল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের দূর্গাপুর বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পলাশবাড়ী ইউনিয়ের দূর্গাপুর বালাপাড়া গ্রামের প্রয়াত দিলদার হোসেন মন্ডলের পুত্র মেহেদী হাসান (৩৪) ও স্ত্রী আলেমা খাতুন (৩০) এবং তাদের শিশুপুত্র আরহামকে সাথে নিয়ে ঘটনার দিন নিজেদের ভোগদখলীয় জমির ভুট্টা পরিচর্যা করছিলেন। এসময় একই গ্রামের ফারুক আহাম্মেদের নেতৃত্বে কয়েকজন পূর্ব শত্রæতার জেরে দেশীয় অস্ত্র¿ নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আলেয়া খাতুনের রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা পরিবারটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে আলেমা খাতুনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার গর্ভপাত হয়।

এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে ফারুক আহাম্মেদসহ সাত জনকে আসামী করে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মেহেদী হাসান অভিযোগ করেন, ‘মামলা দায়েরের পর থেকে আসামী পক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে ভয়ভীতিসহ হুমকী দিচ্ছে’।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআই বিধান চন্দ্র রায় বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এবি/রাতদিন

মতামত দিন