পার্বতীপুরে ফুটবল টুর্ণামেন্ট : অংশ নিচ্ছে রংপুর-রাজশাহীর ৮ দল

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে ‘মরহুম মফিজ পন্ডিত ও কফিল উদ্দিন শাহ্ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’।

‘ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানে টুর্ণামেন্টের আয়োজন করেছে স্থানীয় বেলাইচন্ডী ইয়ং সোসাইটি।

শুক্রবার, ২৫ জানুয়ারি বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বেলাইচন্ডী ইউনিয়নের মনপুরা মাঠে।

প্রয়াত কফিল উদ্দিন শাহ্’র ছেলে ও সাবেক ফুটবলার তছলিম উদ্দিন শাহ্ বেলুন উড়িয়ে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি এ কে এ খুরশীদ আলম মজনু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা প্রফেসর মো. জালাল উদ্দিন ও ইঞ্জিনিয়ার আলহাজ মো. গোলাম মোস্তফা, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মো. বাবর আলী বাবু, সহসাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় নওগাঁর ওয়েসিস ফুটবল একাডেমি মুখোমুখি হয় রংপুরের পীরগঞ্জ জয় স্পোটিং ক্লাবের। খেলায় ১-০ গোলে জয়ী হয় জয় স্পোটিং ক্লাব। খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন নানা বয়সী হাজারো নারী-পুরুষ।

টুর্ণামেন্টে বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, রাজশাহী এবং সৈয়দপুরের আটটি দল অংশ নিয়েছে।

সোমবার, ২৮ জানুয়ারি টুর্ণামেন্টের দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের প্রগতি স্মৃতি সংঘ মুখোমুখি হবে দিনাজপুর ফুটবল একাডেমির।

এইচএ/২৬.০১.১৯