পার্বতীপুরে সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ৭, কন্ট্রোলরুম চালু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত সাতদিনে নারী-শিশুসহ সাতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫ জন রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা ও পরামর্শের জন্য হাসপাতালে কন্ট্রোলরুম খোলা হয়েছে।

সর্বশেষ গতকাল শুক্রবার, ২ আগস্ট হেলাল হোসেন নামের এক রোগীর ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে।

উপজেলার ডেঙ্গু জ্বরে আক্রান্তরা হলেন, হাবড়া ইউনিয়নের পশ্চিম শেরপুর গ্রামের জীবন সরকারের ছেলে পলাশ সরকার (১৭), ওই ইউনিয়নের রামরায়পুর চৌধুরীপাড়ার মৃত নরেন্দ্রনাথ পালের স্ত্রী সুরবালা (৬০), পার্বতীপুর শহরের গুলশান নগর মহল্লার পৌর কাউন্সিলর কৈলাশ প্রসাদের ছেলে রনিৎ প্রসাদ সোনার (১৭), পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামানের ছেলে আরাফাত হোসেন (৯), উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের বেলাইচন্ডি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে আসাদ আলী (৩৮), একই ইউনিয়নের খাজেরপাড়া গ্রামের হেলাল হোসেন (২১) ও সাহেব পাড়া মহল্লার মাসুমা (২০)।

আক্রান্তদের মধ্যে পলাশ, আরাফাত, রনিৎ, আসাদ আলী ও হেলাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহেল মাফী জানান, প্রতিদিন গড়ে প্রায় ৬০ ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বহি: বিভাগে চিকিৎসা নিতে আসছেন।

ডেঙ্গুজ্বরে আক্রান্তদের চিকিৎসাসেবা ও পরামর্শের জন্য সাতটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানান তিনি।

জেএম/রাতদিন