পাশে থাকার এক বছর পেরুলো ‘পাশে আছি’, সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজন

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন পাশে আছি-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে । অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, কেক কাটা, প্রধান কার্যালয় আলোকসজ্জিতকরণ ও আঁতশবাজি।

বুধবার, ৩১ মার্চ শহরের নিয়ামতপুর মুন্সিপাড়াস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিসধ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন সরকার ও সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর কাজী জাহানারা বেগম।

“পাশে আছি”র উপদেষ্টা মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মালেক -উজ জামান সবুজ।

আলোচনা সভা শেষে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. স্বপন সরকার।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মো. রবিউল ইসলাম দুলাল, সভাপতি মো. শফিকুল আলমসহ সকল সদস্য, আমন্ত্রিত অতিথি,সাংবাদিক,সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছর বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন শুরুর পর পরই সৈয়দপুর শহরের নিয়ামতপুর মুন্সিপাড়ার উদ্যোমী কিছু যুবক এলাকার অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার মধ্য দিয়ে “পাশে আছি” নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গত এক বছরে চলমান করোনা ভাইরাস সংক্রমনকালীন সংগঠনটির উদ্যোগে এলাকার বিপুল সংখ্যক মানুষকে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। যা এখন পযন্ত চলমান রয়েছে।

মতামত দিন