এটিএম সামসুজ্জামানকে বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর

কিংবদন্তি অভিনেতা এটি এম শামসুজ্জামান নিজ এলাকা গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে টানা ৫০ দিন ভর্তি ছিলেন। রোববার, ১৬ জুন দুপুরে এ অভিনেতাকে সেখান থেকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে নেয়া হয়েছে।

তাঁর মেজ মেয়ে কোয়েল একটি সংবাদমাধ্যমকে জানান, আগের চেয়ে তার বাবা ভালো আছেন। চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েই নিয়মানুযায়ী ছাড়পত্র দিয়েছেন। তবে স্বাভাবিক জীবনে ফেরার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে।

গত ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এটি এম শামসুজ্জামানের অন্ত্রে প্যাঁচ লেগেছিল বলে জানান ডাক্তার। যে কারণে তার অস্ত্রোপচার করা হয়।

আরআইআর/রাতদিন