পিলখানা ট্র্যাজেডি দিবস পালিত

পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআরের কিছু বিপথগামী সদস্য ইতিহাসের সেই বিভীষিকাময় দিনটি রচনা করেছিল।

এদিন পিলখানায় তাদের নারকীয় হত্যকান্ডের শিকার হয়েছিল মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তা। দাবি-দাওয়ার নামে অগ্নিসংযোগ, লুটপাট ও নির্মম হত্যাযজ্ঞে নারী ও শিশুসহ আরও ১৭ জন প্রাণ হারায়।

নৃশংস ওই ঘটনার পর বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়।

নিহতদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও বিজিবি ও সেনাবাহিনী নানা কর্মসূচি পালন করছে ।

এদিকে ওই নারকীয় ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। নিম্ন আদালতে হত্যা মামলার রায়ের পর ২০১৭ সালে হাইকোর্টে আপিলের রায়ে ১শ’ ৩৯ জনের মৃত্যুদন্ড রায় বহাল রাখে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আরো ১শ’ ৯৪ জনকে এবং খালাস দেওয়া হয় ২৯ জনকে।

অন্যদিকে এখন পর্যন্ত বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে অপর বিস্ফোরক মামলাটি । তবে চলতি বছরের মধ্যেই বিস্ফোরক মামলাটি শেষ হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।

এমআরডি/রাতদিন