পীরগঞ্জের ইউএনও’র বিরুদ্ধে স্পীকারের কাছে অভিযোগ!

জাতীয় সংসদের স্পীকার ও স্থানীয় এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পীরগঞ্জের ইউএনও টিএমএ মমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আনা হয়েছে। উপজেলা দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ এই অভিযোগ দাখিল করে।

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি স্পীকারের পীরগঞ্জ কার্যালয়ে অভিযোগটি দেয়া হয়।

অভিযোগে জানা য়ায়, ইউএনও টিএমএ মমিন উপজেলা পরিষদ চত্ত¡রে যাতায়াতের রাস্তায় ইটের বেরিকেড দিয়ে চলাচলে জনদূর্ভোগ সৃষ্টি, উপজেলা পরিষদ চত্ত¡রের গাছের ডালপালা কেটে পরিবেশের বিপর্যয় করেছেন। সম্প্রতি ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সদরের মোহনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেন। প্রতিষ্ঠানটির মালিক মোশারফ হোসেন মিঠু সিলগালাকৃত তালা ভাঙ্গলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশাসন কে প্রশ্নবিদ্ধ করেছে, এমন অভিযোগ আনা হয়।

এছাড়াও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মাধ্যমে পীরগঞ্জের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে অর্ধশতাধিক মানুষের স্বাক্ষরিত ওই অভিযোগ পত্র দেয়া হয়।

উপজেলা দূর্নীতি বিরোধী সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক সাংবাদিক সেবু মোস্তাফিজ বলেন, সাম্প্রতিক সময়ে ইউএনও টিএমএ অনেক বিতর্কিত কাজ করে পীরগঞ্জের সুনাম ক্ষুন্ন করায় স্পীকারের কাছে অভিযোগ করেছি।

তিনি অভিযোগগুলোর তদন্ত সাপেক্ষে ইউএনও’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

জেএম/রাতদিন