রংপুরের পীরগঞ্জে জামাত-শিবির চক্রের বিশৃংখলা সৃষ্টি ও আ’লীগসহ ইউনিয়ন আ’লীগের সভাপতির বিরুদ্ধে নানাবিধ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
রোববার, ১৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া বাজারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ২ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।
জানা গেছে, উপজেলার ওই ইউনিয়নের ছোট রসুলপুর জামে মসজিদের জমি নিয়ে গ্রামটির বিবাদমান দু’দলের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। এ নিয়ে ইউনিয়নটির কতিপয় জামাত-শিবিরের নেতা ও সদস্য বিশৃংখলা সৃষ্টি করছে।
পাশাপাশি ইউনিয়নটির আ’লীগ সভাপতি ও আ’লীগ নেতৃবৃন্দের নামে অপপ্রচারসহ ষড়যন্ত্র করায় ইউনিয়নবাসী ক্ষোভে ফুঁসে ওঠে। এরই প্রতিবাদে ইউনিয়নটির সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, ওই ইউনিয়নের আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মাষ্টার, সম্পাদক বকুল মিয়া, ওয়ার্ড আ’লীগ নেতা মাজেদুল ইসলাম, জামিউল হাসান প্রমুখ।
বক্তাগণ অবিলম্বে জামাত-শিবিরের অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, ইউনিয়নটির ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদরাসা ভোট কেন্দ্র দখল ও ব্যালট পোড়ানো মামলার আসামীদের নেতৃত্বে ইউনিয়নটিতে বিশৃংখল পরিবেশের সৃষ্টি করায় ওই কর্মসুচী পালিত হয়।
জেএম/রাতদিন