পৃথিবীর ৮০ শতাংশ ইলিশের মালিক বাংলাদেশ

গোটা বিশ্বের উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশ পাওয়া যায় বাংলাদেশে। গত ১০ বছরে ইলিশ উৎপাদনের গড় বৃদ্ধি হয়েছে প্রায় ৫.২৬ শতাংশ। আর এর সঙ্গে  বাংলাদেশের ৬ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে আছে। তারা সরাসরি সমুদ্র বা নদী থেকে ইলিশ ধরেন।

এছাড়া ২০ থেকে ২৫ লক্ষ মানুষ ইলিশ পরিবহণ, বিক্রয়,  জাল ও নৌকা তৈরি,  বরফ-উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি ইত্যাদি কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

জাতীয় মাছ ইলিশ রক্ষায় ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২দিন মা-ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

দেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু জানিয়েছেন, ইলিশ ধরার ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে শীর্ষে। বাংলাদেশে মৎস্য ব্যবসার মোট টার্নওভারের প্রায় ১২ শতাংশ আসে শুধু ইলিশ থেকে। জিডিপিতে এর অবদান শতকরা ১ ভাগ।

তিনি জানান, পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশের বেশি ইলিশ উৎপাদনকারী হিসেবে বাংলাদেশ বিশ্বে পরিচিত। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে অর্থাৎ ৯ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ২২দিন উপকূলীয় ৭০০০ বর্গকিলোমিটার এলাকায় ইলিশ ধরা, পরিবহণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে।