পেঁয়াজের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা: রংপুরে টিপু মুনশি

বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হলেও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার, ৭ অক্টোবর দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ অভিযোগ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিকল্প পথে পেঁয়াজ আমদানি করা হয়েছে। তারপরও কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী সুবিধা নেয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

দেশে এখন পর্যাপ্ত পরিমান পেঁয়জ মজুদ আছে দাবি করে টিপু মুনশি বলেন, ‘যারা অবৈধভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা শক্ত অবস্থান নিচ্ছি। মাঠে দশটি টিম কাজ করছে। এখন পেঁয়াজের দাম কমেছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকায় ৪৫টি স্থানে টিসিবি ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করছে। রংপুরেও টিসিবির মাধ্যমে এ ব্যবস্থা করা হবে। যাতে করে কোন মানুষ পেঁয়াজ নিয়ে অসুবিধায় না পড়ে।’

উল্লেখ্য, বর্তমানে রংপুরের কাঁচা বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা ৮০-১০০ দরে বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারে প্রতি পাঁচ কেজি পেঁয়াজের মূল্য নেয়া হচ্ছে ৩৫০টাকা।’

এনএইচ/রাতদিন