পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, যে কোনো মূল্যে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করে প্রমাণ করতে হবে সরকার কারও কাছে জিম্মি নয়। সরকারের ব্যর্থতার চিত্র দিনদিন জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ।’

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে রংপুরে এসে পল্লীনিবাসে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন জি এম কাদের।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহণ শ্রমিকরা ধর্মঘট শুরু করেছে। মানুষ চরম ভোগান্তি পড়েছেন। এতে সড়কে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সমাধান জরুরি। কিছু মানুষের কাছে জনগণ জিম্মি থাকতে পারে না। এটা সরকারের জন্য চ্যালেঞ্জ।

এ সময় পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, ‘শুধু পেঁয়াজ নয় নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বেড়ে চলেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ বলেই এই পরিস্থিতি।’

পরে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পল্লীনিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন।

এনএ/রাতদিন