প্রণব মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আজ সোমবার, ১০ আগস্ট দুপুরে অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে তিনি নিজেই বিষয়টি জানান।

টুইটবার্তায় প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘ভিন্ন একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, গত সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, সেলফ আইসোলেশনে থাকতে এবং কভিড-১৯ পরীক্ষার জন্য তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পটে পরিণত হওয়া ভারতে শনাক্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এখন পর্যন্ত সাড়ে ৪৪ হাজার মানুষ।

দ্য হিন্দু আজ সোমবার সকালের লাইভ আপডেটে জানায়, দেশটিতে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ১৪ হাজার ১২৮ জন। মারা গেছেন ৪৪ হাজার ৪৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ৬২ হাজারের মতো করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন এক হাজারের বেশি।

করোনাভাইরাসের নতুন হটস্পটে পরিণত হওয়া ভারতে টানা চার দিন দৈনিক আক্রান্ত ৬০ হাজারের ওপরে রয়েছে।

এবি/রাতদিন