প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল কুড়িগ্রামের ৮ শ’ কর্মহীন পরিবার

কুড়িগ্রামে লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন বিভিন্ন পেশার শ্রমিক ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেয়া হয়েছে। সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের এই সহায়তা দেয়া হয়।

আজ সোমবার, ৫ জুলাই সকালে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এসব সামগ্রী ভুক্তভোগীদের হাতে তুলে দেন। কর্মহীন শ্রমিক ও তাদের পরিবারের হাতে এ সহায়তা প্রদানের সময় স্বাস্থ্যবিধি পরিপালন করা হয়।

করোনাকাল ও লকডাউনে কর্মহীন অবস্থায় থাকা শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। অনেকে জীবন বাঁচার তাগিদে অন্য পেশা বেছে নিচ্ছেন। এমন কর্মহীন ৮ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল বিতরণ করা হয়।

এ সময় ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, করোণা ভাইরাসের কারণে ও লকডাউনে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। এতে করে অনেকে খাদ্যের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

এই দুঃসময়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

মতামত দিন