প্রাণ গেল আরও ১৬ জনের, শনাক্ত ৮১৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও  ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৪৯ জন।

আজ বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ নতুন করে ১৬ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে শনাক্ত হয়েছে ৮১৩ জন।

দেশে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন।  সুস্থ হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৭০৫ জন।

টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় হলো, স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা। সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলা ইত্যাদি। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্যবিদেরা।

আরআই/রাতদিন       

মতামত দিন