১০ মার্চের নির্বাচনে রংপুর বিভাগে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য ৮৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত শেষে আজ শনিবার, ৯ ফেব্রুয়ারি তাদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। ঘোষিত তালিকায় অনুযায়ী রংপুর বিভাগের চার জেলার যারা মনোনয়ন পেলেন :

পঞ্চগড় জেলা : দেবীগঞ্জের হাসনাৎ জামান চৌধুরী জর্জ, বোদার ফারুক আলম, আটোয়ারীর তহিদুল ইসলাম, তেঁতুলিয়ায় কাজী মাহমুদুর রহমান ও পঞ্চগড় সদর আমিরুল ইসলাম।

নীলফামারী জেলা : ডোমারে তোফায়েল আহম্মেদ, সৈয়দপুরে মোকছেদুল মোমিন, সদরে শাহিদ মাহমুদ, ডিমলায় তবিবুল ইসলাম, কিশোরগঞ্জে জাকির হোসেন বাবুল ও জলঢাকায় আনসার আলী মিন্টু।

লালমনিরহাট জেলা : আদিতমারীতে রফিকুল আলম, পাটগ্রামে রুহুল আমিন বাবুল, কালীগঞ্জে মাহবুবুজ্জামান আহমেদ, হাতীবান্ধায় লিয়াকত হোসেন বাচ্চু ও সদর উপজেলায় নজরুল হক পাটওয়ারী ভোলা।

কুড়িগ্রাম জেলা : সদরে আমানুদ্দিন আহম্মেদ, ফুলবাড়ীতে আতাউর রহমান, নাগেশ্বরীতে মোস্তফা জামান, উলিপুরে গোলাম হোসেন মন্টু, রৌমারীতে মজিবুর রহমান, রাজিবপুরে সফিউল আলম, চিলমারী শওকত আলী সরকার, রাজারহাট আবু নুর মোহাম্মদ আখতারুজ্জামান ও ভুরুঙ্গামারীতে নুরুন্নবী চৌধুরী।

এবি/০৯.০২.১৯