প্রার্থী যখন হাতির পিঠে

হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন খানসামা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোনাজাত চৌধুরী মিলন। তিনি ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবার নেমেছেন ভোটযুদ্ধে।

এর আগে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন।

বৃহষ্পতিবার, ১৪ ফেব্রুয়ারি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের নিজ বাসা থেকে হাতির পিঠে চড়ে বের হন তিনি। শহরের বিভিন্ন সড়ক ঘুরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। এসময় কাঁধে লাঙ্গল নিয়ে হাতির পিঠে বসেই কর্মী -সমর্থকদের শুভেচ্ছা জানান মিলন।

‘উৎসবমুখর পরিবেশে ও সবার অংশগ্রহণে পলীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে এবার উপজেলা পরিষদ নির্বাচন করছি’-বলছিলেন মোনাজাত চৌধুরী মিলন। তিনি আরও যোগ করেন, ‘চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিলাম।’

হাতির পিঠে চড়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া আচরণবিধি লঙ্ঘন কি না-জানতে চাইলে দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান পরে জানাবেন বলে জানিয়েছেন।