প্রিসাইডিং কর্মকর্তাসহ গুলিতে নিহত ৬

রাঙামাটির বাঘাইছড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় প্রিসাইডিং কর্মকর্তা মো. হান্নানসহ অন্তত ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে একজন নারীও আছেন বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাচনের ভোটগ্রহন শেষে নির্বাচনী সামগ্রী নিয়ে ফিরছিলেন তারা। আজ সোমবার, ১৮ মার্চ সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রিসাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, ভিডিপি সদস্য মো. আল-আমিন, ভিডিপি বিলকিস, ভিডিপি মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

নিহত ও আহতরা সবাই কংলাক, মাচালং ও বাঘাইহাট এলাকায় নির্বাচনের দায়িত্বে ছিলেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানিয়েছেন, সোমবার ভোটগ্রহণের দায়িত্ব পালন শেষে, নির্বাচনি সামগ্রী নিয়ে তারা বাঘাইছড়িতে যাচ্ছিলেন। বাঘাইছড়ির নয় মাইল এলাকায় সন্ত্রাসিরা অতর্কিতে তাদের ওপর ব্রাশফায়ার করতে থাকে। মুহূর্তেই ছয়জন মারা যান।

তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওসি।

তিন পার্বত্য জেলায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী মোতায়েন করা হয়। আগামী মঙ্গলবার, ১৯ মার্চ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

সেনা মোতায়েন থাকাবস্থায়ই এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো।

আরআই/রাতদিন