ফলাফল ঘোষণার পর বিএনপি প্রার্থীর নির্বাচন প্রত্যাখ্যান

বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর রংপুর-৩ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান।এর আগে আজ  শনিবার, ৫ অক্টোবর সন্ধ্যার দিকে এরশাদপূত্র সাদ এরশাদকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

আজ রাত সাড়ে আটটার দিকে রংপুর নগরীর রাধাবল্লভের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেন রিটা রহমান।

তিনি অভিযোগ করেন, ‘ইভিএম কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। এতেই প্রমাণিত হয় এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি বলেন, বিকেল চারটা পর্যন্ত আমরা দেখলাম ৭-৮% ভোট পড়েছে। কিন্তু ফলাফলে তা ২০% হলো কিভাবে। এত ভোট কে দিলো? ভোটার উপস্থিতি এত কম হওয়ার পরেও কিভাবে এত বেশি ভোট পেলো তারা।’

সংবাদ সম্মেলনে রংপুর জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/রাতদিন