ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

বাংলাদেশ ফুটবল দল ফিফার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করেছে। সম্প্রতি নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সুবাদে এই উন্নতি।

গতকাল বৃহস্পতিবার, ২৬ নভেম্বর  সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে এই তথ্য জানায় ফিফা। বাংলাদেশ আগে ১৮৭ নম্বর অবস্থানে ছিলো। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী এখন ১৮৪ অবস্থানে। জামাল বাহিনীর রেটিং পয়েন্ট ৯১৪ থেকে ৬ বেড়ে ৯২০ হয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় অবস্থানে ফ্রান্স, তৃতীয় ব্রাজিল, চতুর্থ ইংল্যান্ড, পঞ্চম পর্তুগাল এবং ষষ্ঠ স্পেন। এছাড়াও এই র‌্যাঙ্কিংয়ের আট থেকে সাত নম্বর অবস্থানে উঠে এসেছে আর্জেন্টিনা। আট নম্বরে রয়েছে উরুগুয়ে।

আরআই/রাতদিন